মোঃ সবুজ, ভোলা জেলা প্রতিনিধি : ভোলা সদর উপজেলার ১নং রাজাপুর ইউনিয়নবাসীসহ সারাদেশের সকলের সুখ, সমৃদ্ধি, সুস্বাস্থ্য, নিরাপদ, শান্তি কামনা করেন এবং পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন।

আগামী ১০ জুলাই আমাদের তথা সমগ্র বিশ্বের ইসলাম ধর্মাবলম্বী ভাই-বোনদের ঘরে ঘরে আনন্দের বার্তা বয়ে নিয়ে আসছে পবিত্র ঈদুল আযহা। এ উপলক্ষে এক শুভেচ্ছা বার্তায় রেজাউল হক মিঠু চোধুরী বলেন, আমি আমার রাজাপুর ইউনিয়নবাসীসহ সকলকে জানাই পবিত্র ঈদুল-আযহার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও ঈদ মোবারক। আমি সকলের সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করি। আমরা ইসলাম ধর্মাবলম্বী মানুষদের প্রধান ধর্মীয় উৎসব গুলোর মধ্যে একটি ঈদ হলো ঈদুল আযহা। ঈদুল আযহা হলো ত্যাগের উৎসব। বারবার ফিরে আসে ঈদ, একে অপরের প্রতি হিংসা বিদ্বেষ ভুলে একাত্মতা, সৌহার্দ্যপূর্ণ হতে শেখায় এ ঈদ। নিজের সাধ্যমতো উপার্জন নিয়েই আনন্দ উৎসব করে মানুষ। তাই ঈদ দ্বারাই মহান আল্লাহ তাঁর বান্দাকে নিয়ামত কিংবা অনুগ্রহে ধন্য করে থাকে। মহান আল্লাহ পাক মুসলিম উম্মাহর প্রতি নিয়ামত হিসেবেই ঈদ দান করেছেন। তাই এই পবিত্র দিনে বাংলাদেশের প্রতিটি গৃহে প্রবাহিত হোক শান্তির অমীয় ধারা- আমি এই কামনা করি।

তিনি আরও বলেন, আমার ইউনিয়নের মধ্য দিয়ে নদী বয়ে যাওয়ায় বন্যার কবলে পড়েছে অনেক লোক। তাই বন্যার কারণে আমার ইউনিয়নের অনেক লোক কর্মহীন হয়ে পড়েছে। নিম্ন আয়ের মানুষের মাঝে যতটুকু পেরেছি সরকারি অনুদান ছাড়াও আমার ব্যক্তিগত সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি। ভবিষ্যতেও যে কোনো প্রাকৃতিক দুর্যোগে সাধারণ মানুষের পাশে থাকার আশ্বাস দেন এই জনপ্রিয় চেয়ারম্যান।

তিনি বলেন, ঈদের এ আনন্দের মুহূর্তে আপনার বাড়ির পাশে অসহায় গরীব মানুষটিকেও এ আনন্দ উৎসবে শরীক করুন। আপনার সামান্য সহানুভূতি প্রতিবেশীকে অনেক আনন্দ উপহার দিতে পারে। সবার জন্য রইল ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *