ভোলায় দম্পতির ঝগড়া থামাতে গিয়ে বটির কোপে যুবকের মৃত্যু

ভোলা প্রতিনিধি মোঃ সবুজঃ

ভোলায় ঈদের দিন প্রতিবেশী দম্পতির ঝগড়া থামাতে গিয়ে বটির কোপে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (১০ই জুলাই) সকালে ভোলা সদরের আলিনগর ইউনিয়নের সাচিয়া গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ ঘাতককে আটক করছেন।
নিহত যুবকের নাম মোঃ নাহিদ (২০) তিনি ওই এলাকার শাহে আলমের ছেলে। পেশায় নাহিদ কাটমিস্ত্রি ছিলেন।
স্থানীয়রা জানান প্রতিবেশী রায়হান ও তার স্ত্রীর মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে মারামারি শুরু হয়।
পরে রায়হানের স্ত্রী দৌড়ে নাহিদের বাসার সামনে যায়। তখন নাহিদ এগিয়ে গিয়ে ঝগড়া থামানোর চেষ্টা করেন। এই সময় রায়হানের হাতে থাকা বটির কোপ নাহিদের ঘাড়ে গিয়ে পরে।
তারা আরো জানান আহত নাহিদকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরের চিকিৎসক জানায় ঘটনা স্থলে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে। জেলা অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সরদার জানান , খবর পেয়ে ভোলা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঐ রায়হানকে আটক করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *