শান্তিগঞ্জ প্রতিনিধি :- মোঃ ইমরানুল হাসান
সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ শান্তিগঞ্জ উপজেলায় বিভিন্ন ইউনিয়নে অনেক এতিম অসহায় রয়েছে।
তাদের দেখার মতন যেন কেউ নেই।
অনেক বাচ্ছারা আছে, তাদের কে যদি সামান্য টাকা অথবা কোনো কিছু দেওয়া যায় তা হলে তারা অনেক খুশি হয়।
সম্মানিত সুধী ও যুব সমাজ আজ আমারের চারপাশে তাকিয়ে দেখতে পাই আমাদের চারপাশে কত এতিম অসহায় সমাজের সাথে বাস করছে,
অনেক এতিম অসহায় আছে যারা খেয়ে না খেয়ে দিনবর যাপন করছে, অনেকে টাকার অভাবে নতুন কাপর পরতে পারছেনা।
অনেকে আবার এক বেলা ভাত খেয়ে ছিরা কাপর পরিধান করে সমাজের সাথে বাস করছে।
আমাদের সমাজে অনেক এতিম অসহায়, বিধবা মহিলা আছে যারা কিনা অনেকের কাছে সাহায্য চাইতে লজ্জাবোধ করেন,
অনেক ফ্যামেলীতে আছে কাজ করার মতন কোনো মানুষ নেই।
ছোট ছোট শিশু নিয়ে বসবাস করছেন।
ছোট ছোট ছেলে ফেলে নিয়ে জীবন পার করছেন অনেক বিধবা মহিলারা।
আমাদের সমাজে অনেক বৃত্তবান ব্যাক্তি আছেন, উনাদের কে যদি একটুকু করে সাহায্য করা যেত, তা হলে তাদের মুখে একটুকু হলে ও হাসি ফোটানো সম্ভব হয়ে যেত।
সম্মানিত সুধীঃ যাদের সামর্থ্য আছে আপনারা যদি আপনাদের জায়গা থেকে সামর্থ্য অনুযায়ী প্রত্যেকটি এতিম ও অসহায় দের কে সহযোগিতা করা যায় তা হলে সমাজের প্রত্যেকটা এতিম ও অসহায় শিশুদের ও বিধবা মহিলাদের মূখে হাসি ফোটানো সম্ভব হবে ।
আমরা প্রত্যেকে প্রত্যেকের স্থান থেকে তাদেরকে সহযোগিতা করার প্রতিজ্ঞা নিন।
পাগলা চন্দ্রপুর ইসলামিক পাঠাগার এর প্রতিষ্ঠাতা পরিচালক মো ইমরানুল হাসান এর পক্ষ থেকে
কয়েকজন এতিম ও অসহায় দের কে বস্ত্র দিয়ে সামান্য সহযোগিতা করেছেন।
এ জন্য মহান আল্লাহ তায়লা কছে উনি শুকরিয়া জ্ঞাপন করেছিলেন।
আলহামদুলিল্লাহ।
মাশাল্লাহ্