মোঃ আশরাফুল ইসলাম, মানিকগঞ্জ.
ছয় (০৬) গ্রাম হেরোইন যাহার মূল্য অনুমান ৬০,০০০/- (ষাট হাজার) টাকা উদ্ধারসহ ২ জন মাদক কারবারীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শনিবার (১৬ই জুলাই) বিকেলে জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মাদ গোলাম আজাদ খান, পিপিএম-বার মহোদয়ের দিক নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা, মানিকগঞ্জ এর ইনচার্জ, পুলিশ পরিদর্শক(নিঃ)/জনাব মোহাম্মদ মোশাররফ হোসেন এর তত্ত্বাবধানে ডিবি, মানিকগঞ্জ এর একটি অভিযানিক দল এসআই/মোঃ কামাল হোসেন এর নেতৃত্বে শিবালয় থানাধীন মহাদেবপুর এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করেন ।এসময় ০৬ গ্রাম হেরোইন সহ ২ জনকে গ্রেফতার করা হয় ।
গ্রেফতারকৃতরা হলেন ১। মোঃ শাহিন মিয়া (৪২), পিতা-মোঃ রাজ্জাক মিয়া, মাতা-মোছাঃ সুফিয়া বেগম, ২। মোঃ আকাশ মৃধা (২৮), পিতা-মোঃ মোবারক মৃধা, মাতা-সালমা বেগম, উভয় সাং-মহাদেবপুর, থানা-শিবালয়, জেলা-মানিকগঞ্জ।
জেলা গোয়োন্দা শাখার (ডিবি) ইনচার্জ মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, “ গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেলে শিবালয় থানাধীন মহাদেবপুর এলাকায় অভিযান চালিয়ে ০৬ গ্রাম হেরোইনসহ শাহিন মিয়া ও মোবারক নামের ২ মাদক কারবারীকে গ্রেফতার করা হয়।ধৃত শাহিন মিয়ার বিরুদ্ধে বিজ্ঞ আদালতে একাধিক মামলা বিচারাধীন রয়েছে। এবিষয়ে শিবালয় থানায় ০১টি মামলা প্রকৃয়াধীন রয়েছে। ”