মোঃ সবুজ ভোলা প্রতিনিধি:
ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নে মোঃ হানিফ (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
রবিবার (১৭ জুলাই) দুপুরে ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের শান্তির হাট এলাকায় নিজ বাড়িতে দুর্ঘটনাটি ঘটে। তিনি ওই গ্রামের হোসেন মাঝির ছেলে ।
স্থানীয়রা জানান, নিজ বাড়ির সুপারি গাছ কাটতে যান হানিফ। সুপারি গাছ কাটা শেষে গাছ সরাতে গেলে বিদ্যুতের সংযোগ গাছে লেগে যায় জড়িয়ে আটকে যান । পরে বিদ্যুৎ ফায়ার শব্দ শুনে স্থানীয়রা ছুটে এসে উদ্ধার করে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।