মোঃ আশরাফুল ইসলাম,মানিকগঞ্জ.
মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলায় প্রকাশ্যে তাস ও টাকা দিয়ে জুয়া খেলার দায়ে পাঁচজনকে (০৫)গ্রেফতার করেছে হরিরামপুর থানা পুলিশ।
গত শনিবার দিবাগত রাত ২টায় গোপন সংবাদের ভিত্তিতে এসআই অতুল জোয়ার্দার সঙ্গীয় ফোর্স নিয়ে হরিরামপুর থানাধীন কাঞ্চনপুর ইউনিয়নের কোর্টকান্দি এলাকার সিদ্দিক মোল্লার ভিটাবাড়ীতে মোঃ তারাব আলীর টিনের ছাপড়া হতে মোঃ তারাব আলী মোল্লা (৫০), মোঃ রজ্জব আলী (৩৬), লাল চান হালদার (৪০),বাদশা বেপারী (৪৮), শফিকুল ইসলাম (৩৪) কে প্রকাশ্য স্থানে তাস ও টাকা দিয়ে জুয়া খেলা অবস্থায় গ্রেফতার করেন।
হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ মিজানুর ইসলাম বলেন, “ গ্রেফতারকৃত আসামিদের আইনগত প্রক্রিয়ার মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে ।”