ভোলার ইউসি স্কুলের প্রধান শিক্ষক সাময়িক বরখাস্ত

মোঃ সবুজ ভোলা প্রতিনিধি।

ভোলা সদর উপজেলার ইলিশা ইউসি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মনিরউদ্দিন কে সাময়িক ভাবে বরখাস্ত করা হয়েছে।
১৬ই জুলাই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির এক সিদ্ধান্ত মোতাবেক প্রধান শিক্ষক মনির উদ্দিন কে সাময়িক বরখাস্ত করা হয়।
সূত্রে জানাযায়, স্কুল সংশ্লিষ্ট আর্থিক কেলেঙ্কারি ও প্রতারণার অভিযোগে ভোলা সদর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে সিআর ৩০৯/২২ নং মোকদ্দমায় ১৪ই জুলাই থেকে বিজ্ঞ আদালতের নির্দেশে ১৮ই জুলাই পর্যন্ত কারাভোগ করেন। এসব বিষয়ে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান চাকুরী বিধিমালা ১৯৭৯ এর ১১(ই) বিধান মতে চাকুরী থেকে বরখাস্ত করা হয়।
এদিকে বর্তমানে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে পরিতোষ চন্দ্র রায় কে দায়িত্ব দেওয়া হয়েছে।
এ বিষয়ে মনির উদ্দিনের সাথে যোগাযোগ করার চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি।
বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি খাদিজা আক্তার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *