রাজশাহী ব্যুরোচীফঃ
নাটোরের জেলার লালপুর উপজেলার ৮ নং দুড়দুড়িয়া ইউনিয়নের আট্টিকা গ্রামের মৃত জান আলীর ছেলে মাসুদ বাদী হয়ে তার পিতা জান আলীকে হত্যার ঘটনায় মামলা দায়ের করলে আসামি গন উক্ত মামলায় জামিনে মুক্ত হয়ে বাদী মাসুদ কে প্রান নাশের হুমকি দিচ্ছে মর্মে গত সোমবার(১৮ই জুলাই ২০২২ইং)তারিখে লালপুর থানায় একটি সাধারণ ডায়েরি(জিডি)পাওয়া যায়,জিডি নং ৭০৫।
সাধারণ ডায়েরি/জিডি সূত্রে জানা গেছে,নাটোর জেলার লালপুর থানার এফ আই আর নং ১১/১৯৭ তাং ০৭/০৫/২০২১ইং এর মামলার জের ধরে ঐ মামলার বিবাদী গন গত ১২/০৭/২০২২ ইং তারিখে বাদী মাসুদ তার নিজ বাড়ির বাহির হলে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে বিভিন্ন ধরনের ভয়ভীতি সহ প্রাণ নাশের হুমকি দেয়।
বাদী মাসুদ রানা বলেন, আমার পিতা মৃত জান আলীকে হত্যার পরে আমি বাদী হয়ে মামলা করলে তারা জামিনে মুক্তি পেয়ে বেপরোয়া হয়ে আমাকে যেখানে সেখানে একা পেলেই মামলা তুলে নেওয়া সহ বিভিন্ন ধরনের ভয়ভীতি ও প্রাণ নাশের হুমকি দেয়।
তিনি আরো বলেন,শুধু আমাকেই না আমার স্ত্রী ও আমার বিধবা অসহায় মাকেও তারা বিভিন্ন ধরনের হুমকি দেখায়।এটা নিয়ে তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও জানান।
পরিশেষে বাদী মাসুদ ও তার স্ত্রী এবং বিধবা অসহায় মা জান আলী হত্যা মামলার আসামিদের দ্রুত আইনে বিচার প্রার্থনা করেন।
এ বিষয়ে বিবাদী/আসামিগন বলেন,আমরা জামিনে মুক্তি পেয়েছি আদালতে মামলা চলমান আছে।আদালত যে রায় দিবে আমরা তাই মেনে নিব।আমরা বাদী পক্ষকে কোন হুমকি ধামকি দেই নাই।
এ বিষয়ে লালপুর থানার ওসি মনোয়ারুজ্জামান বলেন,এ সংক্রান্ত বিষয়ে মাসুদ একটি জিডি করেছে।জিডি টা লালপুর থানায় ৭০৫ নম্বরে এন্ট্রি হয়েছে।