কালিহাতিতে শত বছরের রাস্তা বন্ধ করায় – বিপাকে এলাকাবাসী।।

গৌরাঙ্গ বিশ্বাস নিজস্ব প্রতিবেদকঃ

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার শহদেবপুর গ্রামে শতবছরের রাস্তা প্রভাবশালীরা বন্ধ করে দেওয়ায় বিপাকে পড়ে পথটারীরা। আবুল কালাম আজাদ নামের এক জনৈক্য ব্যাক্তি পূনরায় প্রতিকার চেয়ে আদালতে মামলা দায়ের।
মামলার বিবরণ ও সরেজমিনে ঘুরে জানাযায়, শহদেবপুর গ্রামের ঐতিহ্যবাহী শতবছরের রাস্তাটি ১৯৫৪ সালে বন্ধ করার চেষ্টা করলে তৎকালীন মামলা দায়ের করলে আদালত কর্তৃক রাস্তার পক্ষে রায় হয়। দুই পক্ষের সুবিধার জন্য একটি সুলেনামায় স্বাক্ষর করে এতদিন সাধারন মানুষ গুলো চলাচল করে আসছে। সম্প্রতি নতুন করে আবার প্রভাবশালী ফারুক, মজিবর, খোকন, হজরত আলী ছামান আলীগংরা হঠাৎ রাস্তায় বন্ধ করে ঘর উত্তোলন করলে একই গ্রামের আবুল কালাম আজাদ নামের জনৈক ব্যাক্তি টাঙ্গাইল আদালতে মামলা দায়ের করেন।
এব্যাপারে সহকারী কমিশনার ভূমি কামরুল ইসলাম জানান, আদারত আমাকে তদন্ত দিয়েছেন আমি সরেজমিনে গিয়ে বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখবো।
ফারুকগংরা জানান, এ জায়গাটি আমাদের পৈতিক। আগে রাস্তা ছিলো কিন্তু আমাদের জায়গা খুবই কম তাই রাস্তার জায়গা কমিয়ে দেওয়া হয়েছে রাস্তা বন্ধ করি নাই।
বাদী আবুল কালাম ও পথচারীরা জানান, নিজেদের স্বার্থ হাছিলের জন্য পথচারীদের পথ বন্ধ করেছে। গ্রামের কতিপয় ব্যাক্তির পরোচনায় এই জগন্য কাজটি করেছে। কখনোই এটা হতে দেওয়া যাবে না।।
নাম প্রকাশ্যে অনিচ্ছুক এক ভ্যান চালক জানান, আমরা বাপ দাদার আমলের রাস্তা বন্ধ করার চেষ্টা করছে। বিষয়টি খুবই খারাপ কথা। এটা কেউ মেনে নিবে না।

গৌরাঙ্গ বিশ্বাস
নিজস্ব প্রতিবেদক
০১৭১২৭২০৭৮৭

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *