ডোমার রেলস্টেশনের টিকিট কালোবাজারিদের দৌরাত্ম্যের কারনে ঢাবি শিক্ষার্থীদের অবস্হান কর্মসূচি

ডোমার রেলস্টেশনের টিকিট কালোবাজারিদের দৌরাত্ম্যের কারনে ঢাবি শিক্ষার্থীদের অবস্হান কর্মসূচি

তপন দাস
নীলফামারী প্রতিনিধি

নীলফামারীর ডোমার রেলওয়ে স্টেশনে টিকিট কালোবাজারিদের দৌরাত্বের প্রতিবাদে এবং মহিউদ্দিন রনির ৬ দফার প্রতি সমর্থনে অবস্থান কর্মসূচি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারন শিক্ষার্থীবৃন্দ।

বৃহস্পতিবার (২১ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের টিএসসি চত্বরে সকাল ১১ টায় নীলফামারীর ডোমার উপজেলার শিক্ষার্থীদের অংশগ্রহণে উক্ত কর্মসূচি পালিত হয়।

এসময় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রাফিক ডিজাইন বিভাগের শিক্ষার্থী মোঃ রনি সরকার, নাফিজ আহমেদ, দর্শন বিভাগের শিক্ষার্থী সম্রাট ইসলাম এবং সংস্কৃত বিভাগের শিক্ষার্থী বিধান চন্দ্র ও উজ্জ্বল রায় প্রমুখ।

শিক্ষার্থীদের দাবি, মহিউদ্দিন রনি ভাইয়ের যৌক্তিক ৬ দফা দাবির দ্রুত সমাধান করতে হবে। টিকিট কালোবাজারিদের চিহ্নিত করতে এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে দেশের ছোট-বড় প্রতিটি রেলস্টেশন সিসিটিভি ক্যামেরার আওতায় আনতে হবে। জনসাধারণের দুর্ভোগ কমাতে চিলাহাটি থেকে ঢাকাগামী আরেকটি ট্রেন বরাদ্দের ব্যবস্থা করতে হবে ।

শিক্ষার্থীরা আরোও বলেন, আমরা ডোমার ষ্টেশনে টিকেট কাটতে গিয়ে টিকেট কালোবাজারিদের হুমকির সম্মুখীন হয়েছিলাম।
তারা আইনের বিরুদ্ধে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আমাদের বলেছিল পুরুষ মানুষের জন্যই জেল। তারা যে কোন মূল্যে টিকিট হাতিয়ে নিবেই। তাদের এই দৌরাত্ম্য এটাই প্রমাণ করে যে ডোমার রেলওয়ে ষ্টেশন তাদেরর এই সুযোগ করে দিয়েছে। আমরা অনতিবিলম্বে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানাচ্ছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *