রেজাউল করিম নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি ঃ
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ২৬,২২৯ টি ভূমিহীন-গৃহহীন পরিবারকে জমি সহ গৃহ হস্তান্তর কার্যক্রম সারাদেশে নেয় নাটোরের নলডাঙ্গায় অনুষ্ঠিত হয়েছে ।উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নাটোর জেলা প্রশাসক শামীম আহমেদ। অনুষ্ঠানটি সভাপতিত্বে করেন, নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা সুখময় সরকার। বৃহস্পতিবার(২১ জুলাই) সকাল ০৯ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার ৪নং পিপরুল ইউনিয়নের সেনভাগ গ্রামে ১৭টি, ঠাকুললক্ষীকোল সড়কের পাশে ০৭টি ও বাঁশভাগ টুলটুলি পাড়া ০৭ টি, মোট ৩০ জনকে ৩০ টি জমি সহ গৃহ হস্তান্তর করা হয়।…
রেজাউল করিম
নলডাঙ্গা নাটোর
০১৭১৪৯৪৩৫৭০
তাং ২১/৭/২২