তুহিনুর রহমান তালুকদার হবিগঞ্জ জেলা প্রতিনিধি ঃ
লাখাই উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জীবন কুমার দে পরলোক গমন করেছেন।বৃহস্পতিবার (২১ জু লাই /২২) দিনগত রাত আনু্মানিক ৩-৩০ মিনিটে উপজেলার কালাউক সদর কোয়ার্টারে আকস্মিকভাবে রাত আনু্মানিক ৩-৩০ মিনিটে হ্রদরোগে আক্রান্ত হয়ে পড়লে তার স্বজন ও সহকর্মীরা তাকে ঢাকায় নিউরো হাসপাতালে ভর্তি করে এবং সেখানে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৮ বছর। প্রয়াত জীবন কুমার দে টাংগাইল জেলার দেলদুয়ার উপজেলার হিঙ্গানগর গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘ ৯ বছর যাবৎ লাখাইয়ে মাধ্যমিক শিক্ষা অফিসার হিসাবে কর্মরত থাকা অবস্থায় বৃহস্পতিবার রাত ৩-৩০ মিনিটে হ্রদরোগে আক্রান্ত হলে তাৎক্ষণিক তার সহকর্মী ও স্বজনরা ঢাকায় নিউরো হাসপাতালে ভর্তি করেন।সেখানে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান বলে জানান তার সহকর্মী হারুন। তিনি আরো জানান প্রয়াত জীবন কুমার দে এর শেষ কৃত্তানুষ্ঠান তার গ্রামের বাড়ীতে অনুষ্টিত হচ্ছে। তিনি স্ত্রী ও ২ পুুত্রসহ অসংখ্য আত্বীয় স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে যান। প্রয়াত জীবন কুমার দে এর মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে তার কর্মস্থল সহ উপজেলার সর্বত্র শোকের ছায়া নেমে আসে। প্রয়াত জীবন কুমার দে এর আকস্মিক পরলোক গমনে তার সহকর্মী, মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী, উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ সহ বিভিন্ন মহল গভীর শোকবানী দিয়েছন । তারা প্রয়াতের বিদেহী আত্বার সদগতি কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।যারা শোকবানী দিয়েছেন তারা হলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ শরীফ উদ্দীন, ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম, মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী, লাখাই রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ বাহার উদ্দীন ও সাধারন সম্পাদক বিল্লাল আহমেদ।