ভোলার শহরে একটি ব্যবসা প্রতিষ্ঠানের ৫০০০০হাজার টাকা নিয়ে ভেলিভারি ম্যান উধাও

মোঃ সবুজ ভোলা প্রতিনিধি:

ভোলার শহরে একটি ব্যবসা প্রতিষ্ঠানের ৫০০০০হাজার টাকা নিয়ে ভেলিভারি ম্যান পালিয়ে গেছে বলে অভিযোগ করেছেন প্রতিষ্ঠানটির মালিক।
রিদয় হাওলাদার জানান, তিনি ভোলা পৌরসভার বাসিন্দা। ভোলার শহরে হিয়া এন্টারপ্রাইজ নামে তার একটি ডিস্টিবিউটর আছে। ৮-৯ মাস ধরে তিনি এই ডিস্টিবিউটরটি পরিচালনা করেন। উক্ত প্রতিষ্ঠানের পন্য সরবরাহ করার জন্য একজন লোক নিয়োগ করেন। উক্ত নিয়োগের শর্তাবলী মেনে কাজ করতে আগ্রহী সাব্বির। তার বাড়ি ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড চেউয়াখালী গ্রামে। সব লেনদেন সাব্বির নিজেই করতেন।

রিদয়ের অভিযোগ, গত ২০ জুলাই মার্কেটের সকল কালেকশন শেষে রাত ৯টার দিকে তিনি ওই টাকা জমা না দিয়ে নিয়ে পালিয়ে যান।

এক বার্তায় রিদয় জানান সাব্বিরের সন্ধান দিলে সন্ধানকৃত ব্যাক্তিকে পুরস্কার দেওয়া হবে। এখনও তার কোনো সন্ধান না পাওয়া যায়নি।

বিনীত নিবেদক
হিয়া এন্টারপ্রাইজ
প্রো: হৃদয় হাওলাদার
মোবাইল:০১৮৮৮৩২৩১১১
ভোলা পৌরসভা
পাখির পোল ১ নং ওয়ার্ড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *