মোরসালিন ইসলাম দিনাজপুর প্রতিনিধ
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা আদিবাসী উন্নয়ন সমিতি ও বাংলাদেশ সারি-সারণা গাঁওতা এর উদ্যোগে মনজ্ঞ আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
আজ (২৫ জুলাই) সোমাবার সকাল সাড়ে ১০টায় স্থানীয় সুজাপুর মডেল উচ্চ বিদ্যালয়ের সামনে উপজেলা আদিবাসী উন্নয়ন সমিতি ও বাংলাদেশ সারি-সারণা গাঁওতা এর সভাপতি চুন্ন টুডু এর নেতৃতে ঢাক-ঢোল নিয়ে বাহারী সাজে আদিবাসী নারী পুরুষ একত্রিত হয়। পরে সেখান থেকে একটি মনজ্ঞ আনন্দ র্যালী পৌর শহরের প্রধান প্রধান সড়ক অতিক্রম করে সুজাপুর মাঠে এসে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত বক্তব্য রাখের উপজেলা আদিবাসী উন্নয়ন সমিতি ও বাংলাদেশ সারি-সারণা গাঁওতা এর সভাপতি চুন্ন টুডু,সহ-সভাপতি রাজেন মার্ডি,সাধারণ সম্পাদক সানজু হাসদা প্রমূখ।