‘মো: সবুজ ভোলা প্রতিনিধি:
‘বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি” প্রতিপাদ্যে সন্ত্রাস, জঙ্গীবাদ, মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধে ভোলা সদর মডেল থানার আয়োজনে আজ সোমবার ২৫ জুলাই ২০২২ খ্রিঃ সকাল ০৫.০০ ঘটিকায় ভোলা সদর থানাধীন কাচিয়া ইউনিয়নে বিট পুলিশিং সভা ও সিসি ক্যামেরা উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
জনাব মোঃ এনায়েত হোসেন, অফিসার ইনচার্জ, ভোলা সদর মডেল থানা, ভোলার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কাচিয়া ইউনিয়নের ০৬টি গুরুত্বপূ্র্ণ পয়েন্টে সিসি ক্যামেরার শুভ উদ্বোধন করেন জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম, পুলিশ সুপার, ভোলা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ ফরহাদ সরদার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), ভোলা ও জানব জহিরুল ইসলাম নকিব, চেয়ারম্যান, কাচিয়া ইউনিয়ন পরিষদ, ভোলা।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, জনগণকে দ্রুততম সময়ে সেবা প্রদানের লক্ষ্যে এবং সর্বোপরি এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বিট পুলিশিং কার্যক্রম অব্যাহত রয়েছে। বিট পুলিশিং এর নিয়মিত কার্যক্রমের পাশাপাশি সমাজ থেকে সন্ত্রাস ও মাদক নির্মূল এবং ধর্ষণবিরোধী সভার আয়োজনের মাধ্যমে মানুষকে সচেতন করার কাজ করে যাচ্ছে বিট পুলিশিং কর্মকর্তারা। বিট পুলিশিং কার্যক্রমকে ফলপ্রসূত করতে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা নিয়মিত মনিটরিং করছেন। পুলিশি সেবাকে গনমূখী ও জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে দিন রাত কাজ করে যাচ্ছে ভোলা জেলা পুলিশের প্রত্যেকটি সদস্য।
তিনি আরো বলেন, কাচিয়া ইউনিয়নের ০৬টি গুরুত্বপূ্র্ণ পয়েন্টে অত্যাধুনিক ইন্টারনেট ভিত্তিক ক্যামেরা স্থাপন করা হয়েছে।
সার্বক্ষণিকভাবে কন্ট্রোল রুমে এসব ক্যামেরা মনিটরিং করা হবে। এতে অপরাধ নিয়ন্ত্রণ এবং শহরকে মনিটরিং করা যাবে। কোনও অপরাধ সংঘটিত হলে তাৎক্ষণিক তা পুলিশের নজরদারিতে আসবে এবং অপরাধীকে আইনের আওতায় আনা যাবে। এর ফলে অপরাধ প্রবণতা কমবে এবং অপরাধীরা অপরাধমূলক কর্মকান্ড করতে নিরুৎসাহিত হবে। ইতিপূর্বে ভোলা শহরের বিভিন্ন গুরুত্বপুর্ণ মোড়/পয়েন্ট সহ পূর্ব ইলিশা ইউনিয়নে ইন্টারনেট ভিত্তিক সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। ইতিমধ্যে স্থানীয় জনসাধারণ এর সুফল পাচ্ছে।
এ সময় অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, ভোলা, পুলিশ পরিদর্শক অপারেশন, ভোলা সদর থানা, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ কাচিয়া ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।