মানিকগঞ্জে ডিবির অভিযানে পঞ্চাশ লক্ষ টাকার হেরোইন উদ্ধার

মোঃ আশরাফুল ইসলাম,মানিকগঞ্জ.

৫০৫ (পাঁচশত পাঁচ) গ্রাম হেরোইন, যাহার সর্বমোট মূল্য অনুমানিক ৫০,৫০,০০০/-(পঞ্চাশ লক্ষ পঞ্চাশ হাজার) টাকা ও মাদক বিক্রয়ের নগদ ৩,০০০ টাকা উদ্ধারসহ ১ জন নারী মাদক কারবারীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রবিবার (২৪ ই জুলাই) দিবাগত রাত ১২:১৫ মিনিটের দিকে জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মাদ গোলাম আজাদ খান, পিপিএম-বার মহোদয়ের দিক নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা, মানিকগঞ্জ এর ইনচার্জ, পুলিশ পরিদর্শক(নিঃ)/জনাব মোহাম্মদ মোশাররফ হোসেন এর তত্ত্বাবধানে ডিবি, মানিকগঞ্জ এর একটি অভিযানিক দল এসআই আসাদ মিয়ার নেতৃত্বে সিংগাইর থানাধীন আলীনগর এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে ৫০৫ গ্রাম হেরোইন সহ হামিদা বেগম ওরফে হামিদা আক্তার (২৯), পিতা-মোঃ হামেদ আলী, মাতা-শেফালী বেগম, স্বামী মোন্নাফ হোসেন ওরফে মোন্নাফ মিয়া ওরফে মুন্নাফ সাং-কালিনগর, গাড়াদিয়া, (বয়রা), থানা-সিংগাইর, জেলা-মানিকগঞ্জকে নিজ বাড়ির উঠান হতে গ্রেফতার করেন ।
জেলা গোয়োন্দা শাখার (ডিবি) ইনচার্জ মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, “ গোপন সংবাদের ভিত্তিতে রবিবার দিবাগত রাতে সিংগাইর থানাধীন আলীনগর এলাকায় অভিযান চালিয়ে ৫০৫ গ্রাম হেরোইন যার আনুমানিক মূল্য পঞ্চাশ লক্ষ পঞ্চাশ হাজার টাকাসহ হামিদা বেগম ওরফে হামিদা আক্তার নামক নারী মাদক কারবারীকে গ্রেফতার করা হয়।ধৃত আসামির বিরুদ্ধে বিজ্ঞ আদালতে একাধিক মামলা বিচারাধীন রয়েছে। এবিষয়ে সিংগাইর থানায় ০১টি মামলা প্রকৃয়াধীন রয়েছে। ”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *