সুনামগঞ্জের শান্তিগঞ্জে ঐতিহ্যবাহি বড় জামে মসজিদ।

মোঃ ইমরানুল হাসান
শান্তিগঞ্জ সুনামগঞ্জ প্রতিনিধিঃ

সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়ন এর ২নং ওয়ার্ডে এ অবস্থিত দৃষ্টিনন্দন পাগলা রায়পুর বড় জামে মসজিদ।

পাগলা রায়পুর বড় জামে মসজিদ টি নির্মাণ হয় ১৩৩১ বাংলায়
প্রায় এক শত বছর এর উর্ধে । জানা গেছে যে এই ১ শত বছর পূরনো এই দৃষ্টিনন্দন মসজিদ টি নির্মাণ করেছিলেন পাগলা রায়পুর এর প্রভাবশালী ব্যাক্তি ও ব্যবসায়ী ইয়াসিন মির্জা। তিনি দিল্লি সফরে গিয়েছিলেন সে একই ডিজাইনের মসজিদ দেখে তিনিও পরিকল্পনা নেন যে এভাবে একটি মসজিদ তৈরি করবেন।

এই মসজিদ টিতে রয়েছে ৩ টি বিশাল বিশাল গম্বুজ।
৬ টি মিনার, উপর তলায় রয়েছে মার্বেল পাথর, যা এখনকার টাইলস এর মতন দেখায়।
এবং রয়েছে ট্রেনের স্লিপার।
রড বিহীন এই পুরনো মসজিদ টি দাঁড়িয়ে আছে মহাসিন নদীর তীরে ।

এই মসজিদ টি দেখতে দুর দুরান্ত থেকে চলে আমুবারক অসেন নানান পর্যটকরা।
এই মসজিদ টি অতি দৃষ্টি আকর্ষণ করে।

এই মসজিদ টিতে রয়েছে কারুকাজ কর্চিত যা এখনকার কারুকাজ হার মানায়।এত দৃষ্টি আকর্ষণ করে এই কারুকাজ কে।
এই মসজিদের আবহাওয়া খুব চমৎকার, প্রকৃতি ও খুব সুন্দর। পাশে রয়েছে মহাসিং নদী,নদীর পাশে রয়েছে সুপারী গাছ,নারিকেল গাছ ইত্যাদি।

মসজিদ টি শুধু সুনামগঞ্জের সুনাম নয় সমগ্র দেশের সুনাম অক্ষুণ্ণ রেখেছে।
এই মসজিদ টি,এভাবে যদি সরকারের আর্থিক সহযোগিতা পাওয়া যায় তাহলে মসজিদ টি পুনঃ নির্মান করবেন বলে জানা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *