ইজি বাইকের দৌরাত্ম্য, যানজটে অতিষ্ঠ সোনাগাজী পৌরবাসী!

মোঃ আবু মুসা তুহিন, ফেনী জেলা প্রতিনিধি

লাইসেন্স বিহীন, আনাড়ি, অদক্ষ, বেপরোয়া গতি সহ নানান দোষে দুষ্ট, ব্যাটারি চালিত কয়েক হাজার ইজি বাইক (অটোরিকশার) দৌরাত্ম্যে অতিষ্ঠ হয়ে পড়েছেন সোনাগাজী পৌরবাসী।
সরেজমিন পরিদর্শনে দেখা গেছে বেশিরভাগ ইজি বাইকের পৌরসভার লাইসেন্স সহ বৈধ কাগজপত্র নেই।

পৌর শহরের বাসিন্দা মনোয়ার হোসেন বলেন, প্রতিদিন সকালে পাশ্ববর্তী কোম্পানীগঞ্জ উপজেলা ও সোনাগাজীর বিভিন্ন ইউনিয়ন থেকে কয়েক হাজার ইজি বাইক পৌর শহরের রাস্তা গুলো দখল করে নেয়।
এসময় পৌর শহরের জনসাধারণের পক্ষে পায়ে হেঁটে চলাচল করাও অসম্ভব হয়ে যায়।

পৌর শহরের আরেক বাসিন্দা আজিজুর রহমান বলেন
বর্তমানে বিদ্যুতের লোডশেডিং এর জন্য অনেকাংশেই ব্যাটারি চালিত ইজি বাইক গুলো দায়ী। এক এক‌টি ইজি বাইক মাত্রাতিরিক্ত বিদ্যুৎ ধবংস করছে প্রতিদিন।

সোনাগাজী ছাবের পাইলট উচ্চবিদ্যালয়ে নবম শ্রেণীর শিক্ষার্থী আবরার জাওয়াদ জানান কিছুদিন আগে স্কুলে যাওয়ার সময় তাকিয়া রোডে বেপরোয়া গতির একটি ইজি বাইক আমার কাধের স্কুল ব্যাগটি ছিঁড়ে নিয়ে যায় এবং আমাকে টেনে নিয়ে ১০/১২ দূরে ফেলে চালক দ্রুত পালিয়ে যায়।

খোঁজ নিয়ে আরো জানা গেছে বিদ্যুৎ ধ্বংসকারী এসব ইজি বাইকের অধিকাংশেরই চালক পৌরসভার স্থায়ী বাসিন্দা নয়। এদের বেশিরভাগই রংপুর, কুড়িগ্রাম, নীলফামারী, কুমিল্লা সহ দেশের বিভিন্ন জেলার বাসিন্দা।

এছাড়াও পৌর শহরের রাস্তা গুলোতে ধারনা ক্ষমতার অতিরিক্ত ইজি বাইক চলাচলের কারনে প্রতিনিয়ত দূর্ঘটনা লেগেই আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *