মোমিনুল ইসলাম মোমিন চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
জেলা গোয়েন্দা শাখা চাঁপাইনবাবগঞ্জ এর ০৩ টি পৃথক অভিযানে ১০০ গ্রাম হেরোইন ও ১৫ বোতল ফেন্সিডিল সহ তিনজনকে আটক করা হয়।
১ম অভিযানে :
আসামি ০১) মোঃ মশিউর রহমান (২৭) পিতা- মোঃ সুরত আলী সাং দশরশিয়া থানা – সদর মডেল কে জয়নাল বিশ্বাসের টোলা গ্রাম থেকে ইং ২৪/৭/২২ তারিখ ১৮:৩০ ঘটিকায় ৫০ (পঞ্চাশ) গ্রাম হেরোইন সহ আটক করা হয় ।
২য় অভিযানে:
আসামি ১) মোঃ শহিদুল ইসলাম@ জিম পিতা- মৃত আনোয়ার হোসেন সাং মনাকষা হাউসনগর থানা- শিবগঞ্জ কে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর টোলঘর থেকে ইং ২৪/৭/২২ তারিখ ২০:১০ ঘটিকায় ১৫ (পনের) বোতল ফেন্সিডিল ও একটি মোটর সাইকেল সহ আটক করা হয় ।
৩য় অভিযানেঃ
জেলা গোয়েন্দা শাখা, চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে ধৃত আসামী ০১। মোঃ আব্দুল আলিম(২৩), পিতাঃ মোঃ শাহালাল, সাং-মারকইল (সাঁওতাল পাড়া), ইউপিঃ ফতেপুর, থানাঃ নাচোল, জেলাঃ চাঁপাইনবাবগঞ্জ কে নাচোল থানাধীন বোয়ালমারী গ্রাম থেকে ৫০(পঞ্চাশ) গ্রাম হেরোইনসহ আটক করা হয় আটক করা হয়।
সবকটি ঘটনায় সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।