মোঃ আবু মুসা তুহিন,,,,, ফেনী জেলা প্রতিনিধি
সোনাগাজী মডেল থানায় কর্মরত সকল অফিসার ও ফোর্সদেরকে বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানী ব্যয় সাশ্রয়ে আজ মঙ্গলবার দুপুরে নির্দেশনা প্রদান করেছেন সোনাগাজী সার্কেলের সহকারী পুলিশ সুপার,মোঃ মাশকুর রহমান,পিপিএম।
এসময় সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ খালেদ হোসেন দাইয়্যান বলেন, মাননীয় আইজিপি মহোদয়ের নির্দেশনা অনুযায়ী সোনাগাজী মডেল থানা পুলিশের বিভিন্ন স্থাপনায়, বারান্দায়, করিডোরে বৈদ্যুতিক বাতির ব্যবহার কমাতে হবে এবং পুলিশের ব্যারাকে ফ্যান এবং লাইটের ব্যবহার কমাতে হবে। অফিস কক্ষে ব্যবহৃত বিভিন্ন ধরনের বৈদ্যুতিক সরঞ্জামের ব্যবহার সীমিত রাখা এবং দিনের বেলায় সূর্যের আলোর সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করারও পরামর্শ প্রদান করেন।