মোঃ মোরসালিন ইসলাম দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের সহকারি পরিচালক মোছা, মমতাজ বেগম আজ জেলা কার্যালয়ে অদ্য ২৬/৭/২২ তারিখের সদর উপজেলার তদারকির রেগুলার মনিটরিং এর আওতায় ইলেক্ট্রনিক পণ্যসামগ্রীর দোকার প্রতিষ্ঠানের অভিযান পরিচালনা করা হয়।এ সময় রায়পুর ইলেকট্রনিক, এসকিউ ইলেকট্রনিক এন্ড সেল সেন্টার এবং ভূইয়া ট্রেডার্স এই তিন প্রতিষ্ঠানের মালিক কে সর্বমোট ২০,০০০/- হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। এ সময় নির্ধারিত মূল্যের বেশি রেখে ব্যাগ দেয়া, বিক্রয় রশিদ সংরহ্মণ না করা,পূর্বের মূল্যের উপর বেশি দাম রেখে স্টিকার দেয়া ইত্যাদি অপরাধে আরোপ ও সতর্ক করা হয়।