রেজাউল করিম নলডাঙ্গা (নাটোর) সংবাদদাতাঃ
নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার ৪ নং পিপরুল ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
২৭ জুলাই বিকাল ৫ ঘটিকার সময় ৪ নং পিপরুল ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ হানিফ আলীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন ৪ নং পিপরুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ কলিম উদ্দিন, সাধারণ সম্পাদক ও ওয়ার্ড সদস্য হেমায়েত হোসেন হিমু, উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আকতার হোসেন, নলডাঙ্গা পৌরসভার কাউন্সিলর ও পৌর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান ফকির মুক্তা, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম, ৪ নং পিপরুল ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোঃ ফজলুর রহমান মিশন, সাধারণ সম্পাদক উজ্জ্বল পাটোয়ারী, যুবলীগ নেতা সোহেল রানা হেলাল প্রমূখ।
আলোচনা সভায় বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ও ডিজিটাল বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা সজীব ওয়াজের জয়ের শুভ জন্মদিন উপলক্ষে বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয়ের জন্য দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়। আলোচনা সভা শেষে কেক কেটে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।
রেজাউল করিম
নলডাঙ্গা( নাটোর) সংবাদদাতাঃ
তাং-২৭/৭/২২
০১৭১৪৯৪৩৫৭০