সুনামগঞ্জের শান্তিগঞ্জে অজ্ঞাতনামা এক শিশুর অর্ধ পঁচা লাস উদ্ধার।

ইমরানুল হাসান
শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ

সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়ন এর ৩নং ওয়ার্ডের কাছে মহাসিং নদীর তীরে এক অজ্ঞাতনামা এক শিশুর অর্ধ পঁচা লাস উদ্ধার করেছে শান্তিগঞ্জ থানা পুলিশ।

২৭শে জুলাই ( মঙ্গলবার) দুপুর সাড়ে ১টার সময় শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়ন এর মহাসিং নদীর তীরবর্তী কাদিপুর গ্রামের রাস্তার পাশে বেশে উঠে এক নাবালক শিশুর অর্ধ পঁচা মরদেহ।

এসময় স্হানীয়রা লাস টি দেখে শান্তিগঞ্জ থানায় ফোন করলে, শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খালেদ চৌধুরী এসে লাস টি উদ্ধার করেন।

পুলিশের ধারণা যে অজ্ঞাতনামা শিশুর লাস টি ৩ থেকে ৪ দিনের অর্ধ পঁচা, বিষয়টি খতিয়ে দেখার জন্য ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে বলে যানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *