(তপন দাস) নীলফামারী প্রতিনিধি
নীলফামারীর সৈয়দপুর উপজেলার আলোড়ন সৃষ্টিকারী ও দেশের জনপ্রিয় অনলাইন ভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন ” আলোকিত সৈয়দপুর ” এর পরিবারের সৌজন্যে হুউল চেয়ার পেলেন নীলফামারীর শারীরিক প্রতিবন্ধী শ্রী দিপবাবু চন্দ্র দাস, শারীরিক প্রতিবন্ধী দিপবাবু দাস নীলফামারী সদর উপজেলার নীলফামারী ( নটখানা) গ্রামের শ্রীহরিদাস চন্দ্র দাস ও শ্রীমতি দিপ্তি রানী দাসের ৪ ছেলেমেয়ের মধ্যে সবার বড। আজ ২৭ / ০৭ / ২২ বুধবার বিকেল ৫ টার দিকে সৈয়দপুরের প্রাণ কেন্দ্র সৈয়দপুর প্লাজার রেড চিলি কমিনিটি সেন্টারে “আলোকিত সৈয়দপুর” আয়োজিত এক অনুষ্ঠানে হুইলচেয়ার বিতরন ও নগদ অর্থ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ জনাব সাইফুল ইসলাম উপস্থিত থাকার কথা থাকলেও ব্যস্ততার কারনে উপস্থিত থাকতে না পারায় শারীরিক প্রতিবন্ধী দিপবাবু দাস কে নগদ অর্থ ও হুউল চেয়ার প্রদান করেন আলোকিত সৈয়দপুর এর সাধারন সম্পাদক জনাব আ: রউফ বকুল , এসময় আরো উপস্থিত ছিলেন সেচ্ছাসেবী সংগঠন আলোকিত সৈয়দপুর এর সাধারণ সম্পাদক জনাব আঃ রউফ বকুল, কাজী জাহিদ হাসান সহ-সভাপতি,মাহাবুল ইসলাম যুগ্ম সম্পাদক, হৃদয় ইসলাম সরকার সাংগঠনিক সম্পাদক, মোকছেদুল ইসলাম বাবু সহ সাংগঠনিক সম্পাদক, সাজেদুল ইসলাম উপ দপ্তর সম্পাদক,আশিকুর রহমান জয় কোষাধ্যক্ষ,আহিনুর উপ প্রচার সম্পাদক, কাজী মনির ক্রীড়া সম্পাদক, ইউসুফ আলী উপ ক্রীড়া সম্পাদক, রায়হান সিদ্দিকী পাঠ চক্র বিষয়ক সম্পাদক, জাহিদ হাসান জয় আইন সম্পাদক,জুই আক্তার কার্যকরী সদস্য,জাকিয়া জেরিন কার্যকরী সদস্য,মল্লিকা আক্তার জুই কার্যকরী সদস্য,রাসেল আহমেদ সদস্য সচিব , তপন দাস সাংবাদিক ও সমাজসেবক
তবে ব্যস্ততার কারণে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না সংগঠনের সভাপতি মোঃ সামিউল সরকার তবে মুঠোফোনে তার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন এরকম স্বেচ্ছাসেবী কাজগুলো আমরা অব্যাহত রাখতে চাই,এজন্য আমরা সর্বসাধারণের কাছে এই সংগঠন কে জনপ্রিয় করতে সাহায্য ও সহযোগিতা করার জন্য অনুরোধ করছি ।