আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

আবুল হাশেম
রাজশাহী ব‍্যুরোঃ

রাজশাহীর চারঘাটে দীর্ঘ ৭ বছর পর আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
হয়েছে। উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেনের
সভাপতিত্বে এই ত্রি-বার্ষিক সম্মেলনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত
ছিলেন আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও রাসিক মেয়র এ এইচ এম
খাইরুজ্জামান লিটন। সম্মেলনে সভাপতি পদে বীরমুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন ও
সাধারন সম্পাদক পদে ফকরুল ইসলাম নাম ঘোষনা করেন প্রধান অতিথি এ এইচ
এম খাইরুজ্জামান লিটন।
বৃহস্পতিবার সকালে চারঘাট পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামীলীগের
আয়োজনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে বেলা ১০ টায় জাতীয় ও
দলীয় পতাকা উত্তোলন শেষে বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে অনুষ্ঠানের
উদ্বোধন করেন রাজশাহী জেলা আওয়ামীলীগের সাংগঠনিক এস এম কামাল
(রাজশাহী বিভাগের দ্বায়িত্বপ্রাপ্ত)।
উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক ফকরুল ইসলামের সঞ্চালনায় অধিবেশনে
প্রধান বক্তা হিসেবে বক্তব্য ও সম্মেলন শুভ উদ্বোধন ঘোষনা দেন জেলা আওয়ামীলীগের
সাধারন সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ দ্বারা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সাংসদ ও প্রতিমন্ত্রী শাহারিয়ার
আলম এমপি, সংরক্ষিত আসনের এমপি আদিবা আনজুম মিতা, সাবেক এমপি
রায়হানুল হক রায়হান, সংরক্ষিত আসনের সাবেক এমপি বেগম আখতার জাহান,
রাজশাহী মহানগর আওয়ামীলীগ সাধারন সম্পাদক ডাবলু সরকারসহ কেন্দ্র,জেলা ও
উপজেলা আওয়ামীলীগের সকল অংগসংগঠনের নেতকর্মীবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *