ভেটেনারি হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় বিদেশি গরুর মৃত্যু।

মোঃ মোরসালিন ইসলাম দিনাজপুর প্রতিনিধি

ফুলবাড়ির প্রাণিসম্পদ ও ভেটেনারি হাসপাতালের ডাক্তারের ভুল চিকিৎসায় বিদেশী গরুর মৃত্যু।ফুলবাড়ী উপজেলার দক্ষিণ কৃষ্ণপুর গ্রামের মোঃ আব্দুল সাত্তার মন্ডল এর পুত্র মোঃ সামিউল ইসলাম এর বিদেশী হলিস্ট্যান ফ্রিজিয়াম গত এক মাস আগে ফুলবাড়ী প্রাণিসম্পদ ও ভেটেনারি হাসপাতালের সার্জেন ডাক্তার নিয়ামত আলী ঐ গরুটির অপরাশেন করেন। গত ২৭/৭/২২ তারিখে বুধবার সকাল ১০:৩০ মিনিটের দিকে মোঃ সামিউল ইসলাম গরুটিকে ড্রেসিং করার জন্য হসপিটালে নিয়ে আসেন।ভেটেরিনারী সার্জেন ডাক্তার নিয়ামত আলী সামিউল ইসলামের সাথে খারাপ -আচারন করেন বিভিন্ন আযুহাতে কালহ্মেপন করেন। অবশেষে গরুটিকে ইনজেকশন পুস করার পর গরুটির বিকেল সাড়ে ৩ টায় মৃত্যু হয়। এবং গরুটির মুখ দিয়ে ফেনা বাহির হওয়া শুরু হয়।
গরুর মালিক সামিউল ইসলাম জানান আমার কাছ থেকে অপারেশন করতে ২ হাজার ৫ শত টাকা নিয়েছে ডাক্তার নিয়ামত আলী।
হসপিটালের আশেপাশে থাকা লোকজনের কাছ থেকে জানা য়ায় প্রাণিসম্পদ ও ভেটেরেনারী নিয়াতম আলী সবার সাথে খারাপ আচারণ করে। এবং তার ভূল চিকিৎসার ফুলবাড়ী বেশ কয়েকটি গরুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছে সেখানের উপস্থিত থাকা লোক জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *