ক্যান্সার আক্রান্ত ইলিয়াসকে বাঁচাতে সাহায্যে এগিয়ে আসুন

মোঃ আবু মুসা তুহিন ফেনী জেলা প্রতিনিধি,,

মরণব্যাধি প্রষ্টেট ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যু পথযাত্রী সোনাগাজীর মতিগঞ্জ ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের মোহাম্মদ উল্লাহ ডাক্তার বাড়ির মোঃ হানিফের বড় ছেলে মোঃ ইলিয়াছ (৩০) অর্থের অভাবে ঠিকমত চিকিৎসা করতে পারছেন না।

মোঃ ইলিয়াস ময়মনসিংহ মেডিক্যাল কলেজ এ্যান্ড হাসপাতালের ক্যান্সার ও রেডিওথেরাপি বিভাগের প্রধান সহকারী অধ্যাপক ডাঃ মজিবুর রহমান খানের চিকিৎসাসেবা নিচ্ছেন। প্রষ্টেট ক্যান্সারে আক্রান্ত ইলিয়াসকে বাঁচাতে জরুরী ভিত্তিতে রেডিওথেরাপি ও কেমোথেরাপি দেয়ার পরামর্শ দিয়েছেন তিনি।

গত ৩ মাস তার চিকিৎসাসেবা বাবদ ধারদেনা ও সাহায্যের ৩লক্ষ ৫০হাজার টাকা ইতোমধ্যে খরচ হয়েছে। চিকিৎসার জন্য আরও প্রায় ৫ লাখ টাকা দরকার যা তার হতদরিদ্র পরিবারের পক্ষে জোগান দেয়া সম্ভব হচ্ছেনা। এজন্য তিনি সমাজের বিত্তবানদের কাছে সহযোগিতা চেয়েছেন।

তাকে সাহায্য করতে বিকাশ- ০১৮১২-৬৪১২১২ বা সঞ্চয়ী হিসাব নং-২০৫০৬৩২০২০০১১৮৭১৬ ইসলামী ব্যাংক এ যে কেউ সহযোগিতা করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *