নীলফামারীতে বজ্রপাত কেড়ে নিল ২ কৃষকের প্রাণ

 

তপন দাস, নীলফামারী প্রতিনিধি

 

নীলফামারীতে বজ্রপাতে প্রাণ গেল দুই অসহায় কৃষকের
আজ শনিবার(৩০ জুলাই) বিকেলে সদর উপজেলার কচুকাটা ও চাঁদেরহাট নামক স্থানে পৃথক ভাবে এই ঘটনাটি ঘটে। এ সময় আরও কয়েকজন কৃষক আহত হয়। তাদের জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত ব্যক্তিরা হলেন কচুকাটা ইউনিয়নের মাঝাপাড়া গ্রামের মোখছেদুল ইসলাম (৫৫) ও রামনগর ইউনিয়নের চাঁদেরহাট আর্দশপাড়া গ্রামের রেদোয়ানুল (২২)। এ সময় জমিতে হাল দেয়ার সময় পাওয়ার ট্রলির দুই চালক আলম ও রশিদসহ আরো কয়েকজন আহত হয়।
সরজমিনে গেলে স্থানীয়রা জানায় বিকেলের দিকে বৃষ্টি হলে প্রচন্ড বজ্রপাতের পডতে থাকে । এবং পৃথক ২ স্থানে তাঁরা বৃষ্টিতে ভিজে জমিতে আমন চারা রোপনের জন্য জমিতে হাল দিচ্ছিল ও সেচের জন্য নালা তৈরী করছিল। তবে বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হলে ঘটনাস্থল দুই কৃষকের মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে নীলফামারী থানার ওসি আব্দুর রউপ জানান খবর পেয়ে স্থানীয়দের সহয়তায় লাশ দুটি ঘটনাস্থল থেকে উদ্ধার করে নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *