মোঃ আবু মুসা তুহিন,ফেনী জেলা প্রতিনিধি
সোনাগাজীর মনগাজী বাজারের পূর্ব মাথায় একটি পরিত্যক্ত দোকানের সামনে সড়কের পাশে মানসিক ভারসাম্যহীন অসুস্থ অবস্থায় পড়ে আছে ! দৈনিক হাজারো মানুষ চলচল করলেও কারো ভ্রুক্ষেপ নেই। লোকটি জরাজীর্ণ শরীর নিয়ে দুর্বল অবস্থায় পড়ে মৃত্যুর প্রহর গুনছেন ! খোঁজ নিয়ে জানাযায়, লোকটির নাম মিয়া। সদর ইউনিয়নের সুজাপুর গ্রামের জনৈক মরহুম কালা মিয়ার পালক ছেলে। তার ভাইয়েরা অনেক জন আছেন। প্রতিনিয়ত বাজারে আসা যাওয়া করলেও জীবন সায়াহ্নে এসে ভারসাম্যহীন অসুস্থ মৃত্যুর প্রহর গুনে যাওয়া ক্ষুদার্ত লোকটির পাশে আজ কেউ নেই ! হয়তবা সবাই চাচ্ছেন লোকটি কখন মরছেন। তাহলে কোন রকম কবর দিতে পারলে সারা। রাতে অনেক দিন বাড়ী যাওয়ার পথে আমাকে ডাকতো, বলতো আমাকে একটি ঠান্ডা খাবাও। কয়েকদিন আমি কিনে দিয়েছিলাম। শুনেছিলাম লোকটি খুব শক্তিশালী ছিলো। জায়গা জমি সংক্রান্ত বিরোধের জেরে মারধর এর শিকার হয়ে মানসিক ভারসাম্যহীন হয়ে যায়। ওই সময় থেকে বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াতো। এখনতো তার শেষ সময়।