ইদ্রিস হত্যা মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী ৭বছর পর গ্রেফতার

মোঃ আশরাফুল ইসলাম,মানিকগঞ্জ.

মানিকগঞ্জের হরিরামপুরের চাঞ্চল্যকর ইদ্রিস হত্যা মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী নজরুল ইসলাম (৪২) কে প্রায় দীর্ঘ সাত বছর পর ঢাকার সাভার এলাকা থেকে গ্রেফতার করেছে র্যা ব-৪।

শনিবার (৩০ জুলাই) দিবাগত রাত নয়টার দিকে ঢাকার সাভার থানার হেমায়েতপুরের জয়নাবাড়ী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

দন্ডিত নজরুল ইসলামের বাড়ি উপজেলার চালা ইউনিয়নের কামারঘোনা এলাকায়। রোববার ৩১ (জুলাই) দুপুরে মানিকগঞ্জের আঞ্চলিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে র্যা ব-৪ এর লেফটেন্যান্ট কমান্ডার মোঃ আরিফ হোসেন এ তথ্য জানান।

তিনি আরও বলেন,“ বিয়ে বহির্ভূত সম্পর্কের জেরে ২০১১ সালের ২৮ নভেম্বর হরিরামপুরের কদমতলা এলাকার রিকশাচালক ইদ্রিস আলীকে শ্বাসরোধের পর গলা কেটে হত্যা করেন নজরুল ইসলাম। এ ঘটনায় নজরুল, ইদ্রিসের স্ত্রী সেলিনা আক্তার, সাত্তার মিয়া ও দুলাল মিয়াকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন নিহতের মা কোমেলা বেগম। গ্রেপ্তারের পর নজরুল তিন বছর দুই মাস কারাভোগের পর জামিনে বের হয়ে পালিয়ে যান ।”


আরিফ হোসেন আরো বলেন, “ মামলা চলাকালে মারা যান সাত্তার মিয়া। দোষী প্রমাণিত হওয়ায় ২০১৬ সালে নজরুল ও সেলিনাকে তাদের অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেয় আদালত। খালাস দেয়া হয় দুলাল মিয়াকে। এরপর থেকে নজরুল বিভিন্ন জায়গায় পালিয়ে বেড়ান। শনিবার দিবাগত রাতে অভিযান চালিয়ে ঢাকার সাভারের হেমায়েতপুরের জয়নাবাড়ী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে ।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *