এম,মাসুদ রানা বিশেষ প্রতিনিধি
গাজীপুরের ডার্ট কম্পোজিটে ইজিবি বয়লারের
মেইনটেনেন্স করতে গিয়ে,বয়লার পরিচারক
মোঃ জাহাঙ্গীর গুরুতর
আহত হয়েছেন, তার শরীরের প্রায় ৫০% স্টিম এবং বয়লারের গরম পানিতে ঝলসে যায়। বর্তমানে তার চিকৎসার জন্য শেখ হাসিনা বার্ণ ইউনিট ঢাকা ভর্তি করা হয়েছে।
তার শারীরিক খোঁজ খবর নিতে বাংলাদেশের বয়লার পরিচারকদের সংগঠন বয়লার ওয়েলফেয়ার সোসাইটি অব বাংলাদেশ এর প্রতিনিধি দল সহ অন্যান্য সংগঠনের প্রতিনিধিগণ শেখ হাসিনা বার্ন ইউনিটে ছুটে যান এবং তার শারীরিক অবস্থার খোঁজ খবর নেন।