বজ্রাঘাতে কলেজ ছাত্রের মৃত্যু উপজেলা আ.লীগের সভাপতি-সম্পাদকের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক

টাঙ্গাইলের কালিহাতীতে বজ্রাঘাতে হাসান মন্ডল ( ১৭) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ২ জন।
রবিবার ( ৩১ জুলাই) বিকেলে উপজেলার নারান্দিয়া ইউনিয়নের ঘড়িয়া গ্রামে এই দুর্ঘটনাটি ঘটে। নিহত হাসান মন্ডল ইউনিয়ন আওয়ামী লীগ নেত্রী ও হুরমুজ আলী মন্ডল দম্পতির একমাত্র ছেলে। সে নগরবাড়ী হাজী আবু হাসেম বিএম কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী।

হাসান মন্ডলের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজহারুল ইসলাম তালুকদার ও সাধারণ সম্পাদক আলহাজ আনোয়ার হোসেন মোল্লা।

স্থানীয়রা জানান, কলেজছাত্র হাসান মন্ডল তার বন্ধুদের সাথে ঘড়িয়া পূর্ব পাড়া চকে বৃষ্টির মধ্যে ফুটবল খেলছিলেন। এসময় হঠাৎ করে বজ্রাঘাত হলে হাসান মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আহত দুজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে রয়েছেন।

নারান্দিয়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান মাসুদ তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হাসানের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

One thought on “বজ্রাঘাতে কলেজ ছাত্রের মৃত্যু উপজেলা আ.লীগের সভাপতি-সম্পাদকের শোক প্রকাশ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *