মোঃ আশিকুর রহমান সবুজ ভোলা প্রতিনিধি :
বিদ্যুতের লোডশেডিং ও জ্বালানি খাতে অব্যবস্থাপনার প্রতিবাদে ভোলায় বিএনপির ডাকা সমাবেশে পুলিশ সঙ্গে সংঘর্ষে আহত ভোলা জেলা ছাত্রদলের সভাপতি নুরে আলমের অবস্থা সংকটাপন্ন। বর্তমানে তিনি রাজধানীর গ্রীন রোডের কমফোর্ট হাসপাতালে লাইফ সাপোর্টে আছেন। তার মাথা, বুক, হাত-পা ও মুখমণ্ডলে গুলি লেগেছে। শরীর থেকে অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে।
সোমবার (১ আগস্ট) দুপুরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাকে দেখতে কমফোর্ট হাসপাতালে যান। ভোলা সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোঃ সাজ্জাদ হোসেন মুন্না এই তথ্য নিশ্চিত করেছেন ছাত্রদল নেতা জানান, রোববার (৩১ জুলাই) সংঘর্ষের পর প্রথমে তাকে ভোলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে বরিশাল শেরে-বাংলা (শেবাচিম) মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা নিউরো সায়ন্স হাসপাতালে পাঠান৷ রোববার রাত ৯টার দিকে নিউরো সায়ন্স হাসপাতালে তাকে ভর্তি করানো হয়। এরপর রাত ১০টার দিকে ওই হাসপাতাল থেকে তাকে গ্রীন রোড কমফোর্ট হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সেখানে তিনি লাইফ সাপোর্টে আছেন। সাজ্জাদ হোসেন মুন্না আরও জানান, সংঘর্ষে যে কয়জন নেতাকর্মী আহত হয়েছেন তাদের মধ্যে নুরে আলমের অবস্থাই সংকটাপন্ন। এছাড়া ভোলা ও বরিশাল শেরে-বাংলা মেডিকেলে যাঁরা চিকিৎসাধীন তারা মোটামুটি ভালো আছেন। জেলা, উপজেলাসহ কেন্দ্রীয় নেতারা আহতদের সার্বক্ষণিক খোঁজখবর নিচ্ছেন বলেও জানান তিনি।
Good post. I certainly appreciate this website. Continue the good work!