সহকারী পুলিশ সুপার মাশকুর রহমানকে পিপিএম পদক পরিয়ে দিলেন পুলিশ সুপার

মোঃ আবু মুসা তুহিন ফেনী জেলা প্রতিনিধি,

অসীম সাহসিকতা ও বীরত্বপূর্ণ এবং প্রশংসনীয় কর্মকান্ডের স্বীকৃতি স্বরূপ ফেনী জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (সোনাগাজী সার্কেল) মোঃ মাশকুর রহমান রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) ২০২০-এ ভূষিত হয়েছেন।

চলতি বছরের ২৩ জানুয়ারি ২০২২খ্রি: রাজারবাগ, ঢাকায় অনুষ্ঠিতব্য পুলিশ সপ্তাহে-২০২২ এ ভার্চুয়ালি যুক্ত হয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে সহকারী পুলিশ সুপার (সোনাগাজী সার্কেল) মোঃ মাশকুর রহমানের হাতে পদক তুলে দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।১ আগস্ট সোমবার ফেনী জেলার পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন সহকারী পুলিশ সুপার (সোনাগাজী সার্কেল) মোঃ মাশকুর রহমান-কে পিপিএম পদক পরিয়ে দেয়।

এ সময় উপস্থিত ছিলেন ফেনী জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস্) নাদিয়া ফারজানা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) থোয়াই অংপ্রু মারমা সহ পুলিশ কর্মকর্তাবৃন্দ।

One thought on “সহকারী পুলিশ সুপার মাশকুর রহমানকে পিপিএম পদক পরিয়ে দিলেন পুলিশ সুপার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *