মোঃ আবু মুসা তুহিন ফেনী জেলা প্রতিনিধি,
সোনাগাজীর নবাবপুর ইউনিয়নের ভোর বাজার সংলগ্ন গোয়ালিয়া গ্রামে অন্তর সমৃদ্ধি উন্নয়ন প্রকল্পের আওতায় সমাজের অসহায় মানুষের চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে দিনব্যাপী স্যাটেলাইট ভ্রাম্যমাণ মেডিকেল ক্যাম্প অন্তত সমৃদ্ধি উন্নয়ন প্রকল্পের ভোর বাজার শাখার ব্যবস্থাপনা পরিচালক মোঃ নাছির উদ্দীন এর সার্বিক তত্ত্বাবধানে ২ আগস্ট মঙ্গলবার সকালে অনুষ্ঠিত হয়।
উক্ত মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ মোহাম্মদ আবদুল আখের, এমবিবিএস মেডিসিন, এমএনএফএস। এসময় উপস্থিত ছিলেন অন্তত সমৃদ্ধি উন্নয়ন প্রকল্পের স্বাস্থ্য অফিসার পলাশ দেব নাথ, স্বাস্থ্য পরিদর্শক ও নবাবপুর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা ইউপি সদস্য কোহিনূর আক্তার, অনিমা রানী দাস প্রমুখ।
মেডিকেল ক্যাম্পে ওই এলাকার অসহায় দুস্থ মহিলা ও পুরুষের মাঝে আন্তরিকভাবে চিকিৎসা সেবা প্রদান করা হয়। বিশেষজ্ঞ চিকিৎসকদের সেবা পেয়ে মানুষ খুবই আনন্দিত। এজন্য অন্তর সমৃদ্ধি উন্নয়ন প্রকল্পের দায়িত্বশীল কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।