মোঃ আশিকুর রহমান সবুজ, ভোলা প্রতিনিধি :
ভোলা জেলা ছাত্রদলের সভাপতি মোঃ নুরে আলম ভাইয়ের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে ১নং রাজাপুর ইউনিয়ন দক্ষিণ শাখা ছাত্রদল। বুধবার ছাত্রদলের প্রেরিত এক শোকবার্তায় রাজাপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ রুবেল হোসেন চকিদার ও সাধারণ সম্পাদক মোঃ সবুজ এ শোক জানান।শোকবার্তায় তারা বলেন, আলম ভাই অবৈধ সরকারবিরোধী আন্দোলনে রাজপথের অকুতভয় সৈনিক ছিলেন। দলীয় প্রতিটি কর্মসূচিতে সামনের সাড়িতে থেকে নেতৃত্ব দিয়েছেন।উল্লেখ্য, ছাত্রদল নেতা রোববার (৩১ জুলাই) সংঘর্ষের পর প্রথমে তাকে ভোলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে বরিশাল শেরে-বাংলা (শেবাচিম) মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা নিউরো সায়ন্স হাসপাতালে পাঠান৷ রোববার রাত ৯টার দিকে নিউরো সায়ন্স হাসপাতালে তাকে ভর্তি করানো হয়। এরপর রাত ১০টার দিকে ওই হাসপাতাল থেকে তাকে গ্রিন রোড কমফোর্ট হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তিনি লাইফ সাপোর্টে ছিলেন।
সেখানেই আজ (বুধবার) দুপুর ৩:০৫মিনিটে নুরে আলম ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)তার মৃত্যুতে পরিবারবর্গ, আত্মীয় এবং গুণগ্রাহীরা শোকাহত।আলম ভাইয়ের বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান ১নং রাজাপুর ইউনিয়ন দক্ষিণ শাখা ছাত্রদল।