রেজাউল করিম নলডাঙ্গা (নাটোর) সংবাদদাতাঃ
নাটোরের নলডাঙ্গা উপজেলার বাঁশভাগ গ্রামে আজ( ৩ /৮/২২ আগস্ট) বুধবার বজ্রপাত একজনের মৃত্যু হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা যায় বাঁশভাগ মধ্যপাড়ার মৃত নাগর আলী ওরফে পঁচা মৃধার ছোট ছেলে আরশেদ আলী মৃধা(৪০) পটলের জমিতে কাজ করছিলেন এর মধ্যে আনুমানিক বেলা ১২ টার দিকে বৃষ্টি শুরু হয় এবং বজ্রপাতে তাকে মাটিতে লুটিয়ে পড়তে ও ধোঁয়া দেখেন পাশের জমিতে কাজ করা লোকজন।
তৎক্ষনাৎ তার পরিবার ও আশপাশের লোকজনের সহযোগিতায় নাটোর সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন
পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির এমন মৃত্যু ছোট ছোট বাচ্চা পরিবার দিশেহারা,পরিবার ও এলাকাবাসীর মধ্যে চলছে শোকের মাতম।
রেজাউল করিম
নলডাঙ্গা( নাটোর) সংবাদদাতাঃ
০১৭১৪৯৪৩৫৭০
০৩-০৮-২০২২