ফুলবাড়ী রেল স্টেশনে টিকিট কালোবাজারিদের বিরুদ্ধে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান।

মোঃ মোরসালিন ইসলাম দিনাজপুর প্রতিনিধিঃ

দিনাজপুরের ফুলবাড়ি রেলস্টেশনে আজ ৩ আগস্ট বুধবার টিকেট কালোবাজারি চক্রের বিরুদ্ধে দিনাজপুর জেলা ভোক্তা অধিকারের সহকারী পরিচালক মমতাজ বেগম এক বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানে ফুলবাড়ি রেলস্টেশনে টিকেট কালোবাজারির সঙ্গে সম্পৃক্ত মোঃ মিলন শেখের টি স্টলে তল্লাশি করে ফুলবাড়ি রেলস্টেশন হতে বিভিন্ন স্টেশনের ৮ টি টিকেট উদ্ধার করেন, এবং উক্ত টি স্টলের মালিক মিলন শেখের নিকট ভোক্তা অধিকার আইনের ৪৫ ধারা মোতাবেক ২০ হাজার টাকা জরিমানা আদায় করেন। তাছাড়া রেলস্টেশনে অন্যান্য দোকান তল্যাশি করার আগেই দোকান মালিকগন দোকান বন্ধ করে পালিয়ে যায়।
উক্ত অভিযানে ভোক্তাঅধিকারের সহকারী পরিচালকের সঙ্গে ছিলেন ফুলবাড়ি উপজেলা ক্যাবের সভাপতি ও দিনাজপুর জেলা ক্যাবের নির্বাহী সদস্য, দিনাজপুর প্রেসক্লাবের সদস্য মাসউদ রানা এবং উপজেলা সেনেটারি ইন্সপেক্টর বাবু জগদীশ মহন্ত। এসময় RAB ১৩ দিনাজপুরের একটি চৌকস দল সঙ্গে ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *