সহকারি শিক্ষক নদী পার হওয়ার সময় নিখোঁজ

(বিমল চন্দ্র) ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি

৩ই আগষ্ট বুধবার স্কল থেকে পারিবারিক কাজের জন্য স্কুল থেকে ছুটি নিয়ে আসার সময় তৈলক্ষ বাবু, (৪২)সহকারি শিক্ষক নদী পার হওয়ার সময় নিখোঁজ।

দুপুর দুই টার সময় থেকে এখন পযন্ত পাওয়া গেল না প্রায় আট ঘন্টা হয়ে গোল কোন খোজ পাওয়া গেল না স্কুল শিক্ষক তৈলক্ষ বাবুর।

তিনি ৩নং আকচার ইউনিয়ন ফারাবারীর বাসিন্দার জানা যায় সেই সময় তার সাথে একটি ব্যাগ ও একটি ছাতা সাথে ছিল তা পাওয়া গেলেও তার কোন খবর মিলে নি আট ঘন্টার পরেও।
ফায়ার সার্ভিস অনেক চেষ্টা করো ও লাশ পেল না।

বিষয়টি রাত দশটা বেজে যায় তাই ফায়ারসার্ভিস কাল সকালে আবারও চেষ্টা করবেন বলে জানায়।

তিনি ঘাট পাড়া সরকারী প্রাথমিকবিদ্যালয়ের দীর্ঘ ২২ বছর ধরে চাকরি করে আসছেন বলে জানা যায়।

এদিকে রংপুর থেকে ডুবুরি ঠাকুরগাঁও অবস্তান করেছে বলে জানা যায় রাত হওয়ার কারনে তারা কাল সকালে দেখবেন বলে জানায়।

তার পরিবারের তিন সদস্য এখন পযন্ত
অজ্ঞান হয়ে আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *