ইমরানুল হাসান শান্তিগঞ্জ প্রতিনিধি সুনামগঞ্জ।
সুনামগঞ্জ জেলার শান্তিগনঞ্জ উপজেলার পূর্ব বীরগাঁও ইউনিয়ন পরিষদ এর নতুন চেয়ারম্যান শপথ নেয়ার পর থেকে বীরগাঁও গ্রামের পূর্ব পাড়ার সাদ্দাম নামের এক লোক চেয়ারম্যান সাহেবের সাথে সব সময় ওঠাবসা ও চলাচল করছে বলে পূর্ব বীরগাঁও ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান থাকে সচিব এর স্তানে রাখছেন বলে এলাকাবাসীর দাবী।
সে চেয়াম্যান সাহেবের সাথে থেকে এখন পরিষদের সচিব সাহেবের চেয়ারে বসার স্থান পেয়ে যায়।
গ্রাম বাসীর সাক্ষাৎ কালে জনগণ বলেন আমরা কাকে সচিব ভাবব, সাদ্দাম কে নাকি সোহাগ আহমেদ মিজান কে। তারা আরো বলেন শুধু তাই নয় সে অনেক মানুষদের গালি দিয়ে পরিষদ থেকে বের করে দেয়। সব শেষে তারা বলেন সাদ্দামের অপকর্মের জন্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দোষী বলে দাবী করেছেন গ্রাম বাসী।
সমাজের উন্নয়নের জন্য, জন্ম নিবন্ধন, নাগরিক সনদের জন্য স্বাক্ষরের জন্য চেয়ারম্যান এর কাছে গেলে বলে সাদ্দাম হোসেন অনেক কথা, অনেক অসৎ আচরণ প্রকাশ হয় অনেকেই সাদ্দাম কে কিছু বলছেন না কারন সে চেয়ারম্যান সাহেবর লোক।
অনেকে বলছে ইউনিয়ন পরিষদে সাদ্দামের দখলে সে তার আত্মীয় স্বজন পরিচিত দের কাজ করে কোন সাধারণ মানুষ কে গুরুত্ব দেয়নি।
তার মধ্যে প্রতিবন্ধী লোক ও ভোগান্তিতে পরেছে,
গত কাল একজন প্রতিবন্ধী গিয়েছিল পরিষদে কিন্তু তার কাজ না করে সাদ্দাম তার নিজের পরিচিত লোকদের কাজ করে,
এ বিষয়ে ইউপি সদস্য দের সাথে কথা হলে তারা বলেন এলাকাবাসী সহ আমরা ইউপি সদস্যরা ও সাদ্দমের ব্যাবহারে অথিষ্ট কিন্তু কিছু বলতে পারি নি সে প্রভাবশালী চেয়ারম্যান এর লোক বলে।