ফুলবাড়িতে ফিটনেস সেন্টার (জ্বীম)এর শুভ উদ্বোধন।

মোঃ মোরসালিন ইসলাম দিনাজপুর প্রতিনিধি,

দিনাজপুরের ফুলবাড়িতে এই প্রথম ফুলবাড়ির সাধারণ মানুষের শারিরীক সুস্থতার দিক বিবেচনা করে জ্বীম হাউসের উদ্যোগ গ্রহন করেন এবং আজ ৯ আগস্ট মঙ্গলবার শুভ উদ্বোধন করেন। এই জ্বীম হাউসের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা রনজিত চক্রবর্তী। সকাল ১০ ঘটিকায় ফুলবাড়ি ব্রীজের পু্র্ব পাশে বাশার মার্কেটের ২য় তলায় উক্ত জ্বীম হাউসের উপকরন স্থাপন করেন। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জ্বীম হাউসের শুভ উদ্বোধন করেন, ফুলবাড়ি উপজেলার সুযোগ্য চেয়ারম্যান মোঃ আতাউর রহমান মিল্টন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ি উপজেলা নির্বাহী অফিসার মোঃ রিয়াজুদ্দিন এছাড়া ফুলবাড়ির বিভিন্ন পেশার গন্যমান্য ব্যক্তিবর্গ। এবং ফুলবাড়ি উপজেলার গণমাধ্যমকর্মিগন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন ফুলবাড়ি উপজেলার যুবকদের মাদক সহ সকল অপকর্মকে না বলে জ্বীমে কসরতে মনোনিবেশ করার জন্য আহবান জানান। এছাড়া ফুলবাড়ি উপজেলা নির্বাহী অফিসার মোঃ রিয়াজুদ্দিন জ্বীমে অনুশীলনের সুফল সম্পর্কে তার বক্তব্যে আলকপাত করেন। ফুলবাড়ি জ্বীম হাউসের পরিচালক অনুপ চক্রবর্তী এবং সার্বিক তত্বাবধায়ক প্রবির গাঙুলী উপস্থিত ছিলেন।
মোঃ জাহাঙ্গীর আলম
দিনাজপুর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *