পুলিশ সুপারের কার্যালয় ও সদর সার্কেল অফিস আকস্মিক পরিদর্শন করলেন অতিরিক্ত ডিআইজি, ময়মনসিংহ রেঞ্জ মহোদয়ঃ

খায়রুল বাশার,ময়মনসিংহ প্রতিনিধিঃ

১০ আগস্ট ২০২২ খ্রি.
শেরপুর জেলা পুলিশ সুপারের কার্যালয় আকস্মিক পরিদর্শন করেন জনাব মোঃ এনামুল কবির, অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ), ময়মনসিংহ রেঞ্জ মহোদয়। এ সময় অতিরিক্ত ডিআইজি মহোদয়-কে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন জনাব মোঃ হাসান নাহিদ চৌধুরী, পুলিশ সুপার, শেরপুর মহোদয়। এ সময় জেলা পুলিশের একটি চৌকস পুলিশ দল অতিরিক্ত ডিআইজি মহোদয়-কে “গার্ড অব অনার” প্রদান করেন।

পরবর্তীতে সদর সার্কেল অফিস, শেরপুর আকস্মিক পরিদর্শন করেন অতিরিক্ত ডিআইজি, ময়মনসিংহ রেঞ্জ মহোদয়। এসময় অতিরিক্ত ডিআইজি মহোদয়-কে ফুলেল শুভেচছা প্রদান করেন জনাব মোহাম্মদ হান্নান মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), শেরপুর। পরে ডিআইজি মহোদয় গুরুত্বপূর্ন রেজিস্ট্রারপত্র, দৈনন্দিন কার্যক্রম পর্যবেক্ষন ও সদর সার্কেল অফিস কম্পাউন্ড সরেজমিনে পরিদর্শন করেন।

এ সময় জনাব মোঃ হাসান নাহিদ চৌধুরী, পুলিশ সুপার, শেরপুর; জনাব মোহাম্মদ আবু বকর সিদ্দিক, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), শেরপুর; জনাব মোহাম্মদ হান্নান মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), শেরপুর; জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ডিআইও-১, শেরপুর; জনাব খন্দকার মোঃ শহীদুল হক, কোর্ট ইন্সপেক্টর, শেরপুর; জনাব রিয়াদ হোসেন, ওসি ডিবি, শেরপুর; জনাব বছির আহমেদ বাদল, অফিসার ইনচার্জ শেরপুর সদর থানা, শেরপুর-সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *