…..লেখক…..
মোঃ ইমরানুল হাসান,
ভালো কাজে আসবে বাধাঁ
পথ চলতে থাকবে কাদা।
রাস্তা থাকলে চলবে গাড়ি,
অনেকের তারা তারি।
মন্দ ভালো যুদ্ধ হবে,
ভুল আছে শুদ্ধ হবে।
চোখের ভিতর সাদা কালো,
ভোরের শেষে সূর্যের আলো।
করলে বাগান ফুল ফুটে,
রাতের বেলা চন্দ্র উটে।
শীতের আরাম পরে কাঁথা,
দূখের সাথে সূখ গাঁথা।
মাচের সাথে থাকবে কাটা,
বড়ই আজব দুনিয়াটা।