মানিকগঞ্জ প্রতিনিধি.
মানিকগঞ্জে ৮টি নকল স্বর্ণের বারসহ সংঘবদ্ধ চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে র্যা ব-৪। র্যা বের জোড়ালো অভিযানে মানিকগঞ্জ সদর উপজেলার মিতরা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো,গাইবান্ধা সদর উপজেলার দক্ষিণ গিদারী এলাকার খাঁজা মিয়ার ছেলে মোঃ ফিরোজ মিয়া (৪৪), ঢাকার সাভারের পালপাড়া কুটিবাড়ী (রাজফুলবাড়ী স্ট্যান্ডের নিকটে) এলাকার মোঃ রহিম মিঞার ছেলে মোঃ আব্দুল লতিফ (৩১) এবং ঢাকা জেলার রুপনগর থানার দুয়ারী (বস্তী) এলাকার মৃত কছিমুদ্দিন এলাকার মোঃ বকুল মিঞা (৫৪)।
বৃহস্পতিবার র্যা ব-৪ এর লেফটেন্যান্ট কমান্ডার মো. আরিফ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন ।