মোঃ সবুজ ভোলা প্রতিনিধি:
জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে ভোলায় বিক্ষোভ করেছে বিএনপি। ভোলা জেলা বিএনপির উদ্যোগে শুক্রবার সকাল ১১টায় এ কর্মকসূচি পালিত হয়।
বিক্ষোভ শেষে এক পথসভায় ভোলা জেলার সভাপতি আলহাজ্ব গোলাম নবী আলমগীর বলেন, জ্বালানি তেলের দাম বৃদ্ধি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, নজিরবিহীন লোডশেডিং, জ্বালানি সংকট, সীমাহীন লুটপাট ও অর্থপাচারের প্রতিবাদে সারা দেশে প্রতিবাদ হচ্ছে। আর অবৈধ দখলদার সরকার ক্ষমতায় থাকতে বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে গুলিবর্ষণ করে ভোলা জেলা ছাত্রদল সভাপতি নুরে আলম ও স্বেচ্ছাসেবক দলের আ: রহিম কে হত্যা করেছেন।
‘যারা গণতন্ত্র হত্যা করেছে আমরা তাদের ছাড়ব না। সারা দেশে বিক্ষোভের আগুন জ্বলছে, সেই আগুনে তাবেদার লুটেরা সরকার জ্বলেপুড়ে ছারখার হয়ে যাবে।’
উক্ত বিক্ষোভ সমাবেশে ভোলা জেলা বিএনপি সহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সকল নেতৃবৃন্দ বলেন আমরা আলম ভাই ও রহিম হত্যার বিচারের জোর দাবি জানাচ্ছি।