আবু হানিফ, জেলা প্রতিনিধি – জামালপুর।
জামালপুরের মেলান্দহে হেরোইন’সহ এক মাদক কারবারি’কে গ্রেফতার করেছে মেলান্দহ থানা পুলিশ। গতকাল ১৩ আগষ্ট (শনিবার ) সন্ধ্যা’র দিকে মেলান্দহ বাজার গো-হাটি ইসলামিয়া মেডিকেল হলের সামনে তাকে গ্রেফ’তার করা হয়।
গ্রেফতার’কৃত মাদক কার’বারি আল আমিন উপজে’লার হরিপুর এলাকার শামছুল হকের ছেলে।
মেলান্দহ থানার উপ পরি’দর্শক ফয়জুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার প্রধান বাজার মেলান্দহ গো-হাটি থেকে ১ গ্রাম হেরোইন সহ মাদক কারবারি আল আমিনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আল আমিনের বিরুদ্ধে থানায় মাদক’দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে বিজ্ঞ আদাল’তে সোপর্দ করা হয়েছে।