মোঃবিলাল উদ্দিন, কুয়েত।।
কুয়েতের মিসিলায় অবস্থিত বাংলাদেশ দূতাবাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার (১৫ আগস্ট) সকালে দূতাবাস প্রাঙ্গণে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। পরে দূতাবাসের হলরুমে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সঞ্চালনায়, প্রশাসনিক কর্মকর্তা জাহাঙ্গীর আলম, সভাপতিত্বে রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আসিকুজ্জামান। রাষ্ট্রদূত সকল শ্রেণির পেশার মানুষজন নিয়ে জাতির জনকের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান
উপস্থিত ছিলেন প্রথম সচিব দূতালয় প্রধান নিয়াজ মোরশেদ, শ্রম কাউন্সিলর আবুল হোসেন, প্রথম সচিব পাসপোর্ট ও ভিসা ইকবাল আখতার এছাড়াও কুয়েতে বিভিন্ন কমিউনিটির সাহিত্য সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। বাংলাদেশি জাতীয় অনলাইন, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন