রেজাউল করিম নলডাঙ্গা (নাটোর) সংবাদদাতাঃ
নাটোরের নলডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালন করা হয়েছে।
সোমবার (১৫ আগস্ট) সকাল সাড়ে ০৯ ঘটিকায় নলডাঙ্গা উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে জাতীয় শোক দিবসের কর্মসূচি শুরু করা হয়েছে। পরে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্য সহ ১৬ জনের ৪৭তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন, নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার সুখময় সরকার, উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, ভাইস চেয়ারম্যান আব্দুল আলিম,মহিলা ভাইস চেয়ারম্যান শিরিনা আক্তার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আব্দুস শুকুর, নলডাঙ্গা থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম ও উপজেলা পয্যায়ের সরকারি কর্মকর্তাগণ সহ প্রমূখ।
এছাড়াও নলডাঙ্গা উপজেলা ও পৌর আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালন করা হয়েছে।
রেজাউল করিম
নলডাঙ্গা নাটোর
তাং-১৫/৮/২২
০১৭১৪৯৪৩৫৭০