ক্ষুদে ডাক্তার কার্যক্রম বাস্তবায়নে মসিকের এডভোকেসি সভা:

খায়রুল বাশার ,ময়মনসিংহ প্রতিনিধি:

আজ বেলা ১১ টায় শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগের উদ্যোগে ক্ষুদে ডাক্তারদের মাধ্যমে শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম সংক্রান্ত এডভোকেসী সভা অনুষ্ঠিত হয়।

সভার প্রধান অতিথি ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু এ সময় বলেন, স্কুল পর্যায়ে শিশুদের কোন বিষয়ে সচেতন করা হলে তার প্রভাব শিশুর সমগ্র জীবনে থেকে যায় এবং এর প্রতিফলন পড়ে পুরো সমাজে। স্বাস্থ্য, পরিবেশ, সামজিক দায়িত্ব, দেশাত্ববোধ সম্পর্কে শিশুদের যত বেশি সচেতন করা যাবে জাতি তত উপকৃত হবে।

মেয়র সভায় উপস্থিত প্রধান শিক্ষকদের সপ্তাহে অন্তত একদিন পৃথকভাবে এসব বিষয়ে শিশুদের সচেতন করার অনুরোধ জানান।

ক্ষুদে ডাক্তারদের মাধ্যমে শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম সম্পর্কে মেয়র বলেন, সুস্থ্য, স্বাস্থ্য সচেতন এবং দায়িত্বশীল প্রজন্ম গঠনে ক্ষুদে ডাক্তার কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ময়মনসিংহ সিটি কর্পোরেশন এ কার্যক্রম গুরুত্বের সাথে বাস্তবায়ন করবে।

উল্লেখ্য, আগামী ২০ থেকে ২৬ আগস্ট ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকার প্রতিটি বিদ্যালয়ে এ কার্যক্রম পরিচালিত হবে।

এ সভায় প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইউসুফ আলীর সভাপতিত্বে প্যানেল মেয়র ০১ আসিফ হোসেন ডন, প্যানেল মেয়র ০৩ সামীমা আক্তার ও অন্যান্য কাউন্সিলরবৃন্দ, প্রধান ভান্ডার ও ক্রয় কর্মকর্তা অন্নপূর্ণা দেবনাথ, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এইচ কে দেবনাথ, ময়মনসিংহ সিভিল সার্জন দপ্তরের মেডিকেল অফিসার ডাঃ ফয়সাল, ময়মনসিংহ জিলা স্কুলের প্রধান শিক্ষক মোহছিনা খাতুন, বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসিমা আক্তার, পিএসটিসি প্রজেক্ট ম্যানেজার ফারজানা রহমান, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের টিকাদান সুপারভাইজার, স্বাস্থ্যকর্মী প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *