বঙ্গবন্ধুর ৪৭ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে ভোজের আয়োজন করলেন আলহাজ্ব রফিকুল আলম চুনু।

নিজস্ব প্রতিবেদক :

১৫ আগষ্ট ছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস । এ উপলক্ষে গতকাক রাতে ৫ শতাধিক জনতার জন্য নৈশ ভোজের আয়োজন করলেন বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জননেতা মাহবুব -উল- অালম হানিফ এমপি’র ভ্রাতা, ভেড়ামারা উপজেলা আওয়ামীলীগের সভাপতি, বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব রফিকুল অালম চুনু। কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার ষোলো দাগস্থ উক্ত নেতার নিজ গ্রামে তার ব্যক্তিগত কার্যালয় সংলগ্ন এলাকায় এলাকাবাসীর সম্মানে এই বিশেষ ভোজন ও দোয়া-মোনাজাতের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে ভেড়ামারা উপজেলা আওয়ামীলীগের সভাপতি অালহাজ্ব রফিকুল অালম চুনু, বাহিরচর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি অালহাজ্ব রহমত উল্লাহ, সাধারণ সম্পাদক আব্দুল মজিদ, উক্ত ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ড মেম্বার বিশিষ্ট ব্যবসায়ী আসাদুজ্জামান কচি, ৩ নং ওয়ার্ডের মেম্বার মাহাবুল আলম প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ১৯৭৫ সালের ১৫ আগষ্ট ঘাতকের তপ্ত বুলেটে সপরিবারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিহত হন। জাতির পিতার এই আত্মত্যাগকে স্মরণ করে প্রতি বছর আগষ্ট মাসকে শোকাবহ মাস হিসেবে মর্যাদা দিয়ে দোয়া-মোনাজাত ও খাদ্য বিতরণ সহ নানা কর্মসূচি পালন করে থাকেন দেশবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *